সোমবার (৩১ মার্চ) বিকেল ৪টায় চাঁদপুরের হাজীগঞ্জের পৌরসভার টোরাগর এলাকায় শহীদ আজাদ সরকারের পরিবারের সদস্যদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথাগুলো বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে মুলা ঝুলিয়েছে। সে ক্ষেত্রে আমদের যে নতুন লড়াই রয়েছে আমরা নতুন রাজনৈতিক তত্ত্ব নির্মাণ করতে চাই। দিল্লি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবো।’
আরও পড়ুন: দেশকে অস্থিতিশীল করার প্রক্রিয়া রুখতে চলতি মাসেই নতুন দল: নাসীরুদ্দীন পাটওয়ারী
এর আগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী নিজ জন্মভূমি শাহরাস্তির রঘুরামপুরের মৌলভী আলতাফ আলী ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
পরে দুপুর থেকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় শহীদ আজাদের বাড়িতে গিয়ে তার মা ও পরিবারের সদস্যদের কথা এবং শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।
এ সময় জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।