ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না: শিবির নেতা

৪ সপ্তাহ আগে
ফ্যাসিবাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সিবগাতুল্লাহ।

তিনি বলেন, ‘বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা হুঙ্কার দিচ্ছে। আমরা বলে দিতে চাই, আপনারা কাপুরুষের দল। আপনারা ছাত্রলীগ দিয়ে ও পেটুয়া পুলিশ দিয়ে আমাদের দমন করতে চেয়েছিলেন। রাষ্ট্রযন্ত্রের সব শক্তি দিয়ে আমাদের দমন করার চেষ্টা করেছিলেন। আমরা ছাত্রসমাজ বলে দিয়েছিলাম কোনো ফ্যাসিবাদকে এ বাংলার মাটিতে টিকতে দেব না। যারা তাদের পুনর্বাসন করবেন তাদের বলে দিতে চাই, আমাদের রক্ত এখনও শুকায়নি, আমাদের শহীদ ভাইদের চেতনা আমরা ধারণ করি। আপনাদের উচিত শিক্ষা দিতে ছাত্রশিবির রাজপথে শক্তিশালী অবস্থান গ্রহণ করবে।’


বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লার পূবালী চত্বরে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

আরও পড়ুন: শাবিতে প্রকাশ্যে শিবির, উপাচার্যকে দিলো ৫২ প্রস্তাবনা


তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের যখন মুক্তি অনিশ্চিত ছিল, তখনই ইসলামী ছাত্রশিবির ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে জনতার মুক্তি নিশ্চিত করেছিল। দেশকে আবার অস্থিতিশীল করতে তারা অপচেষ্টা করছে। আপনারা কোনো ষড়যন্ত্র নিয়ে আর সফল হবেন না কারণ বাংলাদেশের ছাত্রসমাজ চব্বিশে জেগে গিয়েছে।’


সমাবেশে বক্তারা বলেন, ‘পতিত স্বৈরাচার সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। এদেশের ছাত্রজনতা শহীদদের রক্ত ঝরা মাটিতে তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।’

আরও পড়ুন: উসকানিতে পা না দেয়ার আহ্বান ছাত্রশিবিরের


এর আগে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। নগরীর টমছমব্রিজ থেকে শুরু হয়ে মিছিলটি কান্দিরপাড় গিয়ে শেষ হয়। পরে কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার দাবি করেন।

ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়নের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী। সমাবেশে সঞ্চালনা করেন ছাত্রশিবির কুমিল্লা মহানগর সেক্রেটারি হাছান আহমেদ।

]]>
সম্পূর্ণ পড়ুন