ইতালিতে ফ্যামিলি ভিসার আবেদনপত্র দিনের পর দিন অকারণে আটকে রাখার অভিযোগ দীর্ঘদিনের। ইতালি প্রবাসী বাংলাদেশিরা এ কারণে সময়মতো তাদের পরিবার আনতে ব্যর্থ হচ্ছেন। বিষয়টি নিয়ে নানা ধরনের সমালোচনার পর এবার ইতালি সরকারের নজর পড়েছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে, বর্তমান সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র ১৫০ দিনের মধ্যে ইস্যু করার বিধান বাধ্যতামূলক করেছে।
এছাড়া ইতালিতে বৈধভাবে এসে প্রতারণার শিকার হয়েছেন– প্রমাণ করতে সক্ষম হলে অভিবাসীরা এক বছর অবস্থানের অনুমতি পেতে পারেন। একই সুবিধা পাবেন স্পন্সর ভিসায় আসা প্রবাসীরা।
আরও পড়ুন: স্পন্সর ভিসায় ইতালিতে কর্মী নেয়ার আবেদন শুরু হচ্ছে যেদিন
ইতালি সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। স্বাগত জানিয়েছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরাও।
ইতোমধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি বৈধ ভিসায় ইতালিতে এসে অবৈধভাবে থেকে গেছেন। তাদের মধ্যে প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ এক বছরের বৈধতার অনুমতিপত্র দেবে দেশটির সরকার।
]]>
৪ সপ্তাহ আগে
৯







Bengali (BD) ·
English (US) ·