ফেসবুকে সুসংবাদ দিলেন দেব

২ সপ্তাহ আগে
টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুসংবাদ দিয়েছেন। জানিয়েছেন, নতুন মুক্তি পাওয়া সিনেমা ‘খাদান’-র গান ‘কিশোরী’ মন ছুঁয়েছে ভক্তদের।

মাত্র ২ সপ্তাহেই ৩ কোটি ভক্তের হৃদয় ছোঁয়ায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অভিনেতা।

 

 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে দেব ‘কিশোরী’গানের পোস্টার ও গানের লিংক শেয়ার করেন। এর ক্যাপশনে দেব লেখেন, ৩০ মিলিয়ন হৃদয় ছুঁয়েছে।

 

 

অভিনেতা আরও লেখেন, ভালোবাসার মেলোডিধর্মী এ গান দেখার জন্য এবং পাশে থাকার ধন্যবাদ। অভিনেতার এমন স্ট্যাটাসের পরই মন্তব্যের ঘরে শুভ কামনা আর ভালোবাসা জানাচ্ছেন দেব ভক্তরা।

 

আরও পড়ুন: দেব-শুভশ্রীকে নিয়ে কী সিনেমা বানাবেন, অভিনব উত্তর রাজের!

 

 

২০ ডিসেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় দেব ও ইধিকা পাল অভিনীত ‘খাদান’ সিনেমা। শুধু ইউটিউবে এ সিনেমার গান নয়, প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাও দর্শকপ্রিয়তা পাচ্ছে। যে কারণে এখন ফুরফুরে মেজাজে অভিনেতা।

 

আরও পড়ুন: শুভশ্রীর সাথে পর্দায় আর জুটি না বাঁধার ইঙ্গিত দেবের!

]]>
সম্পূর্ণ পড়ুন