ফেনীর ছাত্রলীগের নেতা রবিন ঢাকায় গ্রেফতার

১ সপ্তাহে আগে
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা ও একাধিক মামলার আসামি রবিউল হোসেন রবিনকে (৩০) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে রাজধানীর ডেমরা এলাকায় একটি মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।


রবিউল হোসেন রবিন ফেনী জেলা শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।


পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তিনি অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।


আরও পড়ুন: কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার


স্থানীয় সূত্র জানায়, রবিউল হোসেন রবিন ফেনী শহরের প্রভাবশালী ‘কিশোর গ্যাং’ প্রধান হিসেবে পরিচিত ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে এলাকায় ত্রাস সৃষ্টি, চাঁদাবাজি ও সহিংসতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।


ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি শর্মা বলেন, ‘ঢাকা থেকে পুলিশের মাধ্যমে আমরা রবিনকে গ্রেফতারের খবর পেয়েছি। তাকে ফেনীতে আনার জন্য একটি টিম এরইমধ্যে ঢাকায় রওনা হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন