ফেনীতে সোয়া ৩ কোটি টাকার অবৈধ বালু জব্দ

২ সপ্তাহ আগে
ফেনীতে তিন কোটি ২০ লাখ টাকা মূল্যের ৮ লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দিনব্যাপী ফেনীর পরশুরাম উপজেলার মুহুরি নদীর পশ্চিম ও পূর্ব পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হকের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি সূত্র জানায়, ফেনীর পরশুরাম উপজেলার মুহুরি নদীর পশ্চিম ও পূর্ব পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হকের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে উত্তোলন করা ৮ লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। জব্দ হওয়া বালুর আনুমানিক মূল্য তিন কোটি ২০ লাখ টাকা।


আরও পড়ুন: জাফলংয়ে ৫০ নৌকা ধ্বংস, ৪৫ ট্রাক বালু জব্দ টাস্কফোর্সের


টাস্কফোর্স অভিযানে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুজন ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্য অংশগ্রহণ করে।


ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্তবর্তী নদী হতে বালু উত্তোলনে ক্ষয়ক্ষতি রোধকল্পে এ অভিযান চালানো হয়। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে যেকোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনকে সহায়তাসহ আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

]]>
সম্পূর্ণ পড়ুন