শনিবার (২২ মার্চ) দুপুরের দিকে বিষয়টি যৌথবাহিনীর পক্ষ থেকে মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। গ্রেফতার মো. আশরাফুল হাসান জাবেদ ফেনীর দাগনভূঞা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
যৌথবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, শনিবার দুপুরে ফেনীর দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিলপুর এলাকার মৃত রেজাউল হকের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সদস্যরা। এ সময় রেজাউল হকের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল হাসান জাবেদের শয়ন কক্ষের খাটের নিচ থেকে একটি দেশীয় পাইপগান, বেশকিছু ককটেল তৈরি ও মাদক সেবনের সরঞ্জাম এবং ২ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। এদিকে অভিযানের আগেই টের পেয়ে জাবেদ পালিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: বরিশালে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৫ ডাকাত গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক সোমেন মন্ডল জানান, ওই ঘরে মাদক রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালাই। এসময় আগ্নেয়াস্ত্র, বুলেট এবং মাদক তৈরি ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এর আগেই বিষয়টি টের ঘর ছেড়ে পেয়ে পালিয়ে যায় অপকর্মের হোতা মো. আশরাফুল হাসান জাবেদ। পরে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালা উদ্দিন মামুন বলেন, ‘দাগনভূঞা উপজেলা ছাত্রদল নেতা জাবেদের বাসা থেকে বিভিন্ন রকম অবৈধ সরঞ্জামাদি উদ্ধারের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।