বুধবার (২২ অক্টোবর) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিকেলে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দাগনভূঞায় তিনটি গরু চুরির ঘটনায় আলা উদ্দিনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আলা উদ্দিন দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌরসভার আলাইয়ারপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: বান্দরবান যাওয়া হলো না সাগরের, ফেনীতে পৌঁছাতেই মৃত্যু
এদিকে স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন স্ত্রী শিরিন আক্তার।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘আলা উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও দাগনভূঞা থানায় তিনটি গরু চুরির মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত চোর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করেছেন।’
]]>
৪ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·