ফেনীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে তারেক রহমান

৩ সপ্তাহ আগে
ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। তার পক্ষে এ সহায়তা তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন- ছনুয়া ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের নাছির আহম্মেদ এবং দীর্ঘদিন অসুস্থ থাকা কৃষক দল নেতা রবিউল হকের পরিবার। আগুনে পুড়ে সবকিছু হারানো পরিবারগুলো এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি এবং সংশ্লিষ্ট নেতাদের প্রতি।


সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব এড. মেজবাহ উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলমগীর, সাধারণ সম্পাদক নুরুল আলম, হেল্প সেলের সমন্বয়ক আহসান সুমন, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, জেলা যুবদলের সাবেক সংস্কৃতি সম্পাদক সৈয়দ আবদুল্লাহ আল মামুন, জেলা ছাত্রদলের সদস্য মেজবাহ উদ্দিন মিয়াজি ও শহিদুল ইসলাম, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রানা ও ইমতিয়াজ উদ্দিন জ্যাকি প্রমুখ।


আরও পড়ুন: পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫ দোকান ভস্মীভূত


অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং আগামীতেও থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন