সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পিএলওর নির্বাহী কমিটির সদস্য ওয়াসেল আবু ইউসুফ শনিবার বলেন, হুসেইন আল-শেখকে ‘পিএলও নেতৃত্বের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হুসেইন আল-শেখকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপদেষ্টা (ডেপুটি) হিসেবে এই মনোনয়ন গত বৃহস্পতিবার রামাল্লায় অনুষ্ঠিত প্যালেস্টাইন সেন্ট্রাল কাউন্সিলের (পিসিসি) ৩২তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে।
আরও পড়ুন: গাজায় আরও ৮৪ ফিলিস্তিনি নিহত, কায়রোতে হামাস প্রতিনিধিদল
হুসেইন আল-শেখ ফাতাহ আন্দোলনের নেতা, যিনি ইসরাইলের সঙ্গে আলোচনায় পরিচিত মুখ। তবে তার নিয়োগ ঘিরে ফিলিস্তিনিদের ভেতরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে আল শেখ ফিলিস্তিনের জনগণকে আশ্বাস দিয়ে বলেন, ব্যালট বাক্সের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করবেন সাধারণ জনগণ।
গাজায় ইসরাইলি হামলা চলছেই
ফিলিস্তিনের গাজার বিভিন্ন শহরে অবিরাম চলছে ইসরাইলি সহিংসতা। শনিবার গাজাজুড়ে নেতানিয়াহু বাহিনীর হামলায় ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
আরও পড়ুন: ইসরাইলি বোমায় একই পরিবারের ১২ সদস্য নিহত
আল জাজিরা বলছে, আল-জাওয়াইদা, দেইর আল-বালাহয় ইসরাইলি বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। সবচেয়ে করুণ ঘটনা ঘটেছে গাজা শহরের সাবরা এলাকায়। এ এলাকায় ইসরাইলের হামলায় একই পরিবারের ১০ জন সদস্য একসঙ্গে নিহত হয়েছেন।
এদিকে, মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধ বন্ধের সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। হামাস জানিয়েছে, তারা দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় প্রস্তুত, তবে অস্ত্র সমর্পণ নয়। সংগঠনটি জানায়, দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত তাদের হাতে অস্ত্র থাকবে।