হাজার মাইল দূরের ফিলিস্তিনের জন্য কাঁদছে বাংলাদেশ। ‘মার্চ ফর গাজা’য় সংহতি জানাতে শনিবার (১২ এপ্রিল) ঢাকার রাজপথ যেন হয়ে উঠে একখণ্ড ফিলিস্তিন। ইসরাইলি গণহত্যার প্রতিবাদে মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয় ঢাকার রাজপথ।
সরেজমিনে দেখা যায়, নেই কোনো দলীয় ব্যানার। স্লোগানেও শুধু ফিলিস্তিনিদের মুক্তির আকাঙ্ক্ষা। রাজনৈতিক পরিচয় ভুলে এক কাতারে সবাই। বাংলাদেশের প্রান্ত থেকে দৃপ্ত উচ্চারণ, ‘স্বাধীন ফিলিস্তিন’।
আরও পড়ুন: ‘মার্চ ফর গাজা’য় রাজনৈতিক দলের যেসব নেতারা অংশ নেন
গুলিস্তানের জিরো পয়েন্ট মোড়, পল্টন, ফকিরারপুল, মৎস্য ভবন থেকে কারওয়ান বাজার, ফার্মগেট- ফিলিস্তিনি জনতার পক্ষে লাখো মানুষের অকুণ্ঠ সমর্থন। সবার প্রত্যাশা, বন্ধ হবে ইসরাইলি গণহত্যা।
ফিলিস্তিনি নারী শিশুদের প্রতি ভালোবাসা জানাতে রাজপথে নামে বাংলার দামাল নারী-শিশুরাও। মানবতার পক্ষে দৃপ্ত উচ্চারণ তাদের। বিশ্ব সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার বার্তা তাদের।
আরও পড়ুন: ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ
দলমত নির্বিশেষে মানবতার পক্ষে এমন অংশগ্রহণ আশাবাদী করছে সচেতন মানুষদের।
]]>