ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবের মানববন্ধন

১ সপ্তাহে আগে
ফিলিস্তিনে গণহত্যা ও ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধে বিশ্বনেতাদের অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সিলেটের সাংবাদিকরা।

তারা বলেন, মানবাধিকারের চরম লঙ্ঘন করে দখলদার ইসরায়েলি বাহিনী নিরস্ত্র গাজাবাসীর ওপর গণহত্যা চালাচ্ছে। চোখের সামনে যাকেই পাচ্ছে তাকেই হত্যা করা হচ্ছে। বক্তারা অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দিতে সব সুযোগ নিশ্চিতের আহ্বান জানান। ফিলিস্তিনি জনগণের সব ন্যায্য অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্ববাসীকে সোচ্ছার ও সহযোগিতার আহ্বান জানান তারা।


মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে সিলেট প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

আরও পড়ুন:  ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ


প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ক্লাবের সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা ও এম এ হান্নান, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জিয়াউস-শামস-শাহীন, সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, সিনিয়র সদস্য মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সিনিয়র সদস্য এম এ মতিন, সহযোগী সদস্য সেলিম আউয়াল প্রমুখ।


উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, নির্বাহী সদস্য শেখ আশরাফুল আলম নাসির ও মো. আব্দুর রাজ্জাক, সদস্য চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, ফারুক আহমদ, সোয়েব বাসিত, মো. দুলাল হোসেন, খালেদ আহমদ, দিগেন সিংহ, সিন্টু রঞ্জন চন্দ, লুৎফুর রহমান তোফায়েল, সহযোগী সদস্য এইচ এম শহীদুল ইসলাম।

]]>
সম্পূর্ণ পড়ুন