রোববার (১২ জানুয়ারি) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে রাজধানীর ফার্মগেটে অংশীজনের সমন্বয়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রমে অংশনিয়ে এসব কথা বলেন সচিব।
এ সময় পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস মালিক শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষথেকে সড়কে নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন সংগঠনের নেতারা।
আরও পড়ুন: দুর্ভোগের অপর নাম রামগঞ্জ-চিতোষী-মুদাফফরগঞ্জ সড়ক!
এর আগে সড়কে চলাচল নির্বিঘ্ন করতে নিরাপত্তা সংক্রান্ত লিফলেট বিতরণ করেন তারা। পথচারীদের ফুটপাত ব্যবহার, ফুটওভার ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।
এ ছড়া সড়কে চলাচল করা বাসের চালক, হেলপার ও যাত্রীদের মাঝেও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
]]>