ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলমান থাকবে: মহাসড়ক বিভাগের সচিব

৩ সপ্তাহ আগে
সড়কে ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক। চুক্তিভিত্তিক গাড়ি নিয়ন্ত্রণেও কাজ করা হয়েছে বলে জানান তিনি।

রোববার (১২ জানুয়ারি) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে রাজধানীর ফার্মগেটে অংশীজনের সমন্বয়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রমে অংশনিয়ে এসব কথা বলেন সচিব।

 

এ সময় পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস মালিক শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষথেকে সড়কে নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন সংগঠনের নেতারা।

 

আরও পড়ুন: দুর্ভোগের অপর নাম রামগঞ্জ-চিতোষী-মুদাফফরগঞ্জ সড়ক!

 

এর আগে সড়কে চলাচল নির্বিঘ্ন করতে নিরাপত্তা সংক্রান্ত লিফলেট বিতরণ করেন তারা। পথচারীদের ফুটপাত ব্যবহার, ফুটওভার ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।

 

এ ছড়া সড়কে চলাচল করা বাসের চালক, হেলপার ও যাত্রীদের মাঝেও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন