মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টা ৩ মিনিটে ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণে এই ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ১৭৪ কিলোমিটার (১০৮ মাইল) গভীরতায়।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি
আরও পড়ুন: এক ঘণ্টার মধ্যে ভারত, মিয়ানমার এবং তাজিকিস্তানে চারটি ভূমিকম্প
এর আগে রোববার ভারত, মিয়ানমার এবং তাজিকিস্তানে এক ঘণ্টার মধ্যে চারটি ভূমিকম্প হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে মাত্র ৬০ মিনিটের মধ্যে ভারত, মিয়ানমার এবং তাজিকিস্তানের কিছু অংশে চারটি ভূমিকম্প আঘাত হানে। যা মধ্য ও দক্ষিণ এশিয়া জুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে।