ফার্ম থেকে ডাকাতি হওয়া তিন গরু উদ্ধার, গ্রেফতার ২

২ দিন আগে
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হামিদপুরের ‘আদর্শ ডেইরি ফার্ম’ থেকে ডাকাতি হওয়া তিনটি উন্নত জাতের গাভী উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে করা হয়েছে গ্রেফতার।

পুলিশ জানায়, গত ৩ মে গভীর রাতে ফার্মে ঢুকে মুখোশধারী দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রসহ ফার্মের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন ফার্মে থাকা দুইজন কর্মচারীকে দুর্বৃত্তরা এলোপাতারি কুপিয়ে জখম করে ফার্ম থেকে হলেস্টাইন জাতের তিনটি গাভী ও একটি বাটন মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

 

চুরি হওয়া গরুগুলোর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

 

এ ঘটনায় ভুক্তভোগী কালাচাঁন বাদী হয়ে ১৩ মে মুন্সীগঞ্জ সদর থানায় ডাকাতির মামলা করেন। পরে তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।

 

আরও পড়ুন: দেশি গরুতেই কোরবানির জোগান, চোরাচালান ঠেকাতে নজরদারি বাড়ানোর দাবি

 

তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাদ্দাম মোল্যা ও এসআই মো. ইয়াসিন আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৪ মে কুমিল্লার দাউদকান্দি থানা এলাকা থেকে ডাকাত লিটন মিয়া (৩২) ও গরু ক্রয়-বিক্রয় চক্রের সদস্য মো. শাহাজালালকে (৫২) গ্রেফতার করে।

 

জিজ্ঞাসাবাদে লিটন ডাকাতির ঘটনায় নিজের সংশ্লিষ্টতা স্বীকার করে এবং সহযোগীদের নাম ও ডাকাতি করা গরুগুলোর বিক্রির স্থান সম্পর্কে তথ্য দেয়।

 

তার দেয়া তথ্যমতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মিরেরট্যাক কলতাপাড়ায় লোকমান বেপারীর ফার্ম থেকে ডাকাতি হওয়া তিনটি গরু উদ্ধার করা হয়। বাদী গরুগুলো শনাক্ত করেন।

 

আরও পড়ুন: ভ্যাকসিন দেয়ার পর মারা যাচ্ছে গরু-ছাগল, তদন্তে মেডিকেল টিম

 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস)  মো. ফিরোজ কবির জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বাকি ডাকাতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

 

 

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন