ফাইনালে পাকিস্তানকে অল্প রানেই আটকে রাখলো বাংলাদেশ

৩ দিন আগে
এই পাকিস্তানের কাছেই একবার স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের। ২০১৯ সালে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ৭৭ রানে হেরে রানার্সআপ হয়েছিল আফিফ-শান্তরা। এবার এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান শাহিনসকে ১২৫ রানেই আটকে রাখলো বাংলাদেশ ‘এ’ দল।

রোববার (২৩ নভেম্বর) দোহার ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তান শাহিনসকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ ‘এ’ দল। ফিল্ডিংয়ে নেমে শুরুটা হলো দুর্দান্ত, রিপন মণ্ডলের করা ইনিংসের প্রথম বলেই রানআউটে কাটা পড়েন ইয়াসির খান। পরের ওভারের প্রথম বলেই মোহাম্মদ ফাইককে ফেরান মেহরব হোসেন। পাকিস্তানের স্কোরবোর্ডে তখন ২ উইকেটে ২ রান।

 

আরও পড়ুন: হেমিংয়ের প্রশংসা করে পাইলট বললেন, মিরপুরেও ভালো উইকেট বানানো সম্ভব 

 

স্কোরবোর্ডে ৪৯ রান তুলতেই টপ-অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে বসে পাকিস্তান শাহিনস। দলীয় ২৫ রানে ফেরেন গাজি ঘোরি। ৯ বলে ৯ রান করা এই ব্যাটারকে সাজঘরের পথ দেখান রাকিবুল হাসান। ৪৯ রানের মাথায় ফেরেন মাজ সাদাকাত। ১৮ বলে ২৩ রান করা এই ব্যাটারকে শিকার করেন জিসান আলম। 

 

৬৪ রানের মাথায় ফেরেন আরাফাত মিনহাস। ২৩ বলে ২৫ রান করে বোল্ড হন আব্দুল গাফফারের বলে। বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন সাদ মাসুদ। রিপন মণ্ডলের বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৬ বলে ৩৮ রান। 

 

আরও পড়ুন: কষ্ট করে দশটা উইকেট নিতে হয়েছে, এটাই আসলে টেস্টের সৌন্দর্য: শান্ত

 

সাদাকাত, আরাফাত মিনহাস ও সাদ মাসুদ ছাড়া বাকি ব্যাটারদের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। ইনিংসের শেষ বলে আহমেদ দানিয়েল রানআউট হলে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রানেই থামে পাকিস্তান শাহিনসের ইনিংস। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রিপন মণ্ডল নিয়েছেন ৩ উইকেট। এছাড়া রাকিবুল হাসান নিয়েছেন ২টি উইকেট। তাছাড়া মেহরব, জিসান আলম ও আব্দুল গাফফার নেন ১টি করে উইকেট।

]]>
সম্পূর্ণ পড়ুন