ফর্টিসকে হারিয়ে পাঁচে পাঁচ মোহামেডানের

১ সপ্তাহে আগে
এবারের বিপিএলের শুরু থেকেই উড়ছে মোহামেডান। তবে অধিনায়ক সুলেমান দিয়াবাতের অনুপস্থিতি এবং ফর্টিসের দুর্দান্ত ফর্ম এই ম্যাচের আগে মোহামেডানকে চোখ রাঙাচ্ছিল বেশ। কিন্তু মাঠে কোনো অঘটন ঘটতে দেয়নি মোহামেডান। সুলেমানের অনুপস্থিতিতে ফর্টিসের বিপক্ষে খানিকটা চ্যালেঞ্জের মুখে পড়লেও জয় ছিনিয়ে নিয়েছে মোহামেডান।

শনিবার (২৭ ডিসেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান। সাদা-কালোদের হয়ে একমাত্র গোলটি করেছেন এমানুয়েল সানডে। 

 

এই জয়ে পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে মোহামেডান। পাঁচ ম্যাচে ফর্টিসের পয়েন্ট ৫। 

 

ম্যাচের ১৭ মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন সানডে। বাম দিক থেকে আর্নেস্ট বোয়াটেংয়ের বাড়ানো আড়াআড়ি ক্রস ফর্টিসের রক্ষণ ভেদ করে সানডের কাছে গিয়ে পৌঁছায়। প্লেসিং শটে জালে বল জড়ান তিনি।

 

আরও পড়ুন: রংপুরে খেলা হচ্ছে না আফগান রহস্য স্পিনারের

 

পিছিয়ে গিয়েও দমে যায়নি ফর্টিস। রক্ষণ সামলে দ্রুতই আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে তারা। তবে কোনো আক্রমণকেই পূর্ণতা দিতে পারেনি দলটি।  ৪০ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ মিস করে মোহামেডান। মোজাফ্ফরভের ক্রসে বোয়াটেংয়ের শট ক্রসবারের বাইরে যায়।

 

৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার আরেকটি সুযোগ নষ্ট করে মোহামেডান। আরিফ হোসেন এক ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়ান সানডেকে। জয়সূচক গোলদাতার শট এই যাত্রায় লক্ষভ্রষ্ট হয়। ৬৬ মিনিটে ওমর সার মোহামেডানের জালে বল ঠেললেও অফসাইডের কারণে সেটি বাতিল করে দেন রেফারি। দ্বিতীয়ার্ধে আক্রমণে চাপ সৃষ্টি করে ফর্টিসও। তবে মোহামেডানের রক্ষণের সামনে বারবারই প্রতিহত হতে হয়েছে তাদের।

 

]]>
সম্পূর্ণ পড়ুন