জানা যায়, সকাল ১০টা থেকে সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় অসদুপায় অবলম্বন করার দায়ে ২৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. আত্তাপ হোসেন জানান, অসদুপায় অবলম্বন করায় ইউএনও’র নির্দেশে ২৩ জন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা সবাই নগরকান্দা উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।
আরও পড়ুন: টাঙ্গাইলে বই দেখে এসএসসি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
এ ব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য জানা সম্ভব হয়নি।