ফরিদপুরে ৮ ছিনতাইকারী গ্রেফতার

৩ সপ্তাহ আগে
হঠাৎ ছিনতাই বেড়ে যাওয়ায় ফরিদপুর শহরে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে পরিচালিত এ অভিযানে আটজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ছিনতাইকারীরা হলেন ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের মালাঙ্গা এলাকার সমর বসুর ছেলে সাগর বসু (২৫), শহরের লালন নগর বস্তি এলাকার হান্নান বেপারীর ছেলে তাকবির বেপারী (২০), একই এলাকার লুৎফর শেখের ছেলে সোহান শেখ (২২) ও ইয়ামিন শেখ (১৯), শহরের লক্ষীপুর এলাকার জয়নাল আবেদীন তারার ছেলে মো. রাব্বি (৩০), যশোরের অভয়নগর উপজেলার গোপীনাথপুর এলাকার ইমান আলীর ছেলে মুকুল শেখ (৩৬), হাবেলী গোপালপুর এলাকার মো. রাকিবের ছেলে সোহেল মিয়া (৩৭) এবং ছাপরা মসজিদ এলাকার বাবুল হকের ছেলে মো. রফিক (১৯)।

 

এছাড়া অন্য একটি মামলায় মীর শাখাওয়াত হোসেন নামের আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

আরও পড়ুন: ফরিদপুরে নামযজ্ঞানুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ২

 

গ্রেফতার ব্যক্তিদের শনিবার (২৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন,

 

শুক্রবার দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই ও অপরাধ দমন অব্যাহত রাখতে পুলিশের এ ধরনের অভিযান চলবে।

]]>
সম্পূর্ণ পড়ুন