ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

৩ সপ্তাহ আগে
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন ১০ বাস যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাশাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, ফরিদপুর থেকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস বাশাগাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি সড়কের পাশে খাদে পরে যায়। ঘটনাস্থলেই এক ব্যাক্তি মারা যান। আহত ১০ ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

 

আরও পড়ুন: ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা, উপড়ে ফেলা হলো চোখ

 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তির মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

 

তিনি আরও জানান, ঘটনার পর বাস ও ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। ট্রাকটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে, বাসটি সড়কের পাশের খাদ থেকে উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন।

]]>
সম্পূর্ণ পড়ুন