ফরিদপুরে নামযজ্ঞানুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ২

৩ সপ্তাহ আগে
ফরিদপুরের বোয়ালমারীতে নামযজ্ঞানুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের মুজুরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন: উপজেলার সাতৈর ইউনিয়নের সেলাইহাটি গ্রামের বিপ্লব কুমার সাহা (৫৫) ও পার্শ্ববর্তী বড়নগর গ্রামের নারায়ণ চন্দ্র সাহা (৫০)।


আরও পড়ুন: ট্রাকচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত


স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত ভ্যানে পার্শ্ববর্তী একটি গ্রামে নামযজ্ঞানুষ্ঠানে যাচ্ছিলেন দুজন। মুজুরদিয়া কানখরদি মাদ্রাসার সামনে পৌঁছালে সামনে থেকে আসা ফরিদপুরগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ছাড়া সঞ্জয় বণিক ও নেপাল সাহা নামে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও পড়ুন: মেহেরপুরে ট্রাকচাপায় ননদ নিহত, আহত ভাবি


ঘটনাটি নিশ্চিত করেছেন বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রয়েল আহমেদ।


তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত দুজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহতদের মরদেহও উদ্ধার করা হয়েছে। চাপা দেয়া ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

 

]]>
সম্পূর্ণ পড়ুন