ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

৪ সপ্তাহ আগে
ফরিদপুরের ভাঙ্গায় গভীররাতে দুর্ঘটনাকবলিত একটি যাত্রীবাহী বাসে আরেকটি ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। নিহতরা বাস থেকে নেমে সামনে দাঁড়িয়ে ছিলেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

নিহতরা হলেন: পাবনার বেড়া থানার বনগ্রামের জুয়েল হোসেনের স্ত্রী ফারজানা বেগম (৩০) এবং মাগুরা জেলার মিনহাজুল রহমান শাকিল (২৪)। এ সময় ফারজানা বেগমের কোলে থাকা দেড় বছরের শিশু কন্যা জান্নাতুল গুরুতর আহত হয়। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম শুক্রবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত তিনটার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার তাড়াইল বাসস্ট্যান্ড এলাকার ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

 

ওসি জহুরুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে সাতক্ষীরাগামী যমুনা লাইনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে কোনো হতাহত না হলেও বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে পড়ে। তখন ১০-১২ জন যাত্রী বাস থেকে নেমে বাসটির সামনে দাঁড়ান। কিছুক্ষণ পর আরেকটি মালবাহী ট্রাক এসে বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়, এতে সামনের যাত্রীরা চাপা পড়ে ও ছিটকে যায়।’

 

আরও পড়ুন: ফরিদপুরে ২ নৈশপ্রহরীকে কুপিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

 

তিনি আরও জানান, ঘটনাস্থলেই মিনহাজুল রহমান শাকিল মারা যান। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারজানা বেগমকে মৃত ঘোষণা করেন। শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

 

দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি জহুরুল ইসলাম।

]]>
সম্পূর্ণ পড়ুন