ফরিদপুরে তরমুজ বোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

৪ দিন আগে
ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত ট্রাকচালক মো. ইদ্রিস যশোর জেলার কেশবপুর উপজেলার হাবাসপুর গ্রামের সাহেব আলীর ছেলে এবং নিহত হেলপার ফয়সাল খান একই জেলার মধ্যপুল গ্রামের মশিয়ার খানের ছেলে।

 

করিমপুর হাইওয়ে থানার টিএসআই মো. আনোয়ার হোসেন জানান, খুলনা থেকে ঢাকাগামী একটি তরমুজ বোঝাই ট্রাক ঘোপঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালক ও হেলপার দুজনেই ট্রাকের ভেতরে আটকে পড়েন।

 

আরও পড়ুন: পাউরুটি কিনতে গিয়ে যৌন হয়রানির শিকার স্কুলছাত্রী

 

খবর পেয়ে মধুখালী ও মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর হেলপারের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত চালককে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

 

আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন