শনিবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার কানাইপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বরিশালে শবজি নামিয়ে দিয়ে পিকআপ নিয়ে চুয়াডাঙ্গায় ফিরছিলেন চালক আনারুল। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার এলাকা থেকে একটি মোটরসাইকেল তার পিছু নেয়। কানাইপুর বাজার এলাকায় পৌঁছা মাত্রই পিকআপের সামনে মোটরসাইকেল দিয়ে বেরিকেড দিয়ে আটকে দেয়। মোটরসাইকেলে থাকা দুই ব্যাক্তি চালককে বলে তুমি মানুষ মেরে ফেলেছো, তোমার কাছে টাকা, মোবাইল যা আছে দেও। পুলিশকে জানালে ঝামেলা হবে বলতে বলতে চালকের কাছে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা ও মোবাইল তারা নিয়ে নেয়।
আরও পড়ুন:ডাকাতদের অভয়ারণ্য সাভার রোড, চলন্ত বাসে ফের ডাকাতি
এসময় চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রাজ্জাক নামের এক ছিনতাইকারীকে আটক করে, অন্যজন পালিয়ে যায়। এসময় আটককৃত ছিনতাইকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটক ছিনতাইকারী রাজ্জাক শেখের বাড়ি কানাইপুর এলাকায়।
ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এস আই) মুজাহিদুর রহমান জানান, ছিনতাই করার সময় এক ব্যাক্তিকে স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা ছিনতাইকারীকে আমাদের কাছে সোপর্দ করে। তাকে থানায় আনা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।