ফরিদপুরে গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ ইটভাটা

২ সপ্তাহ আগে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবৈধ দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলায় কয়েকটি ইটভাটায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ অধিদফতর, ফরিদপুরের সহযোগিতায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।


আরও পড়ুন: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে জরিমানা

এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী, ২টি ইটভাটা এস্কেভেটর দিয়ে উচ্ছেদ করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইটভাটার আগুন নেভানোসহ কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়াও ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়। 


যে দুটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে, তা হলো: মেসার্স হাওলাদার ব্রিকস, ইশ্বরদী পুলিয়া, ভাংগা, ফরিদপুর।
মেসার্স সি অ্যান্ড আর কোং (ব্রিক ফিল্ড); ব্রাহ্মণপাড়া, তারাইল, ভাঙ্গা,ফরিদপুর।


আরও পড়ুন: নোংরা পরিবেশে খাবার তৈরি, ফরিদপুরে দুইটি রেস্টুরেন্টকে জরিমানা


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক সময় সংবাদকে জানান, ইটভাটা দুইটি কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই লাইসেন্সবিহীনপরিচালিত হচ্ছিল। অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন