ফরিদপুরে ইজিবাইক চাপায় শিশুসহ নিহত ২

৩ সপ্তাহ আগে ১০
ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইক চাপায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (২৬ মার্চ) দুপুরে বোয়ালমারী-মহম্মদপুর আঞ্চলিক সড়কের উপজেলার ময়না গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উপজেলার ময়না গ্রামের আমিনুল রহমান মোল্যার স্ত্রী পারভিন বেগম (৩৮) ও একই গ্রামের নুরুউদ্দীনের চার মাস বয়সী ছেলে আয়ান।


জানা যায়, উপজেলার ময়না গ্রামে সড়কের পাশে চার মাস বয়সী নাতি ছেলেকে কোলে নিয়ে বসে ছিলেন জিলু বেগম ও প্রতিবেশী পারভিন বেগম। এ সময় মহম্মদপুর থেকে বোয়ালমারীগামী একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়।


আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় তাবলীগ জামায়াতের ২ সদস্য নিহত


গুরুতর আহত হন জিলু বেগম ও তার নাতি আয়ান ও পারভিন বেগমসহ সাতজন। আহতদের উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভিন বেগম মারা যান। অন্যদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ৪ মাস বয়সী আয়ানও মারা যায়।


বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ‘ইজিবাইক চাপায় একজন নারী ও এক শিশু নিহত হয়েছে বলে শুনেছি। এ ছাড়াও দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন