এতে ভোগান্তিতে পড়েন আবাসিক, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের গ্রাহকরা। তবে এরইমধ্যে তিতাস কর্তৃপক্ষ লিকেজ মেরামত করায় গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়েছে।
তিতাস কর্তৃপক্ষ জানায়, শনিবার (২২ নভেম্বর) রাত আটটার দিকে ফতুল্লার বিসিক শাসনগাঁও এলাকায় উড়াল সড়কের পায়লিং নির্মানের জন্য মাটি খুঁড়ে গভীর গর্ত করার সময় তিতাস গ্যাসের বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের পাইপ ফেটে যায়। তখন সেখান থেকে গ্যাস বের হতে থাকলে তাক্ষণিকভাবে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কতৃপক্ষ। পরে ফেটে যাওয়া পাইপ লাইন মেরামতের কাজ শুরু হয়। রোববার (২৩ নভেম্বর) দুপুর একটার দিকে লিকেজ মেরামত কাজ শেষ হলে দুইটা থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়।
আরও পড়ুন: ভূমিকম্প: দেয়াল চাপায় নারায়ণগঞ্জে এক শিশু নিহত
এর মধ্যে দীর্ঘ প্রায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পরেন ফতুল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা।
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড এর নারায়ণগঞ্জ উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রাজীব কুমার সাহা বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পাইপ লাইন লিকেজ মেরামতের কাজ শেষ হয়েছে এবং দুপুর থেকেই গ্যাস সরবরাহ চলছে।
গ্যাস সরবরাহ বন্ধ রাখায় মানুষের ভোগান্তির বিষয়ে তিনি দুঃখ প্রকাশও করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে র্যাব-পুলিশের গণ তল্লাশি, আটক ১৫
তিতাসের এই কর্মকর্তা জানান, পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কটির নির্মাণ কাজ করতে গিয়ে প্রকল্পটির ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনের অসতর্কতা ও অসাবধানতার কারণে ইতিপূর্বে অন্তত আরও ২৫ থেকে ২৭ বার তিতাস গ্যাসের পাইপ লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রচুর পরিমান গ্যাস অপচয় হয়েছে। তাই উড়াল সড়কের কাজটি আরও সতর্কতার সঙ্গে করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
]]>
৩ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·