বৃহস্পতিবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা সাধারণ আলেম সমাজ দেশের ওলামায়ে কেরাম, মাদরাসার ছাত্রসমাজ এবং লাখ লাখ ঈমানদার তৌহিদি জনতার পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের প্রকাশ্যে টেলিভিশন সাক্ষাৎকারে দেয়া অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে গভীর ক্ষোভ, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
এতে বলা হয়, ফজলুর রহমান কেবল আলেম-ওলামার বিরুদ্ধে বিদ্বেষী মন্তব্য করেই থেমে থাকেননি, বরং আলেম সমাজকে গর্ভে ধারণকারী হাজারও গর্বিত মায়ের প্রতিও অসম্মান দেখিয়েছেন। প্রকাশ্যে এ ধরনের কটূক্তিপূর্ণ মন্তব্য শুধু অশালীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত নয়, বরং এটি গোটা ধর্মপ্রাণ জাতির আত্মমর্যাদার ওপর আঘাত।
আরও পড়ুন: বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্য অবমাননাকর ও মূর্খতাপ্রসূত: হেফাজতে ইসলাম
‘তাই তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদের মর্যাদা নষ্ট করছেন। তার এই বক্তব্যের দায় দলীয়ভাবে প্রত্যাখ্যান না করলে বিএনপিকেও এই ঘৃণ্য মানসিকতার শরিক হিসেবে বিবেচনা করা হবে’, যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।
সাধারণ আলেম সমাজ আরও বলছে, ফজলুর রহমানকে তার দল বিএনপি থেকে বরখাস্ত করবে কি করবে না, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। কিন্তু তিনি যদি তার বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা না চান, তাহলে ধর্মপ্রাণ জনগোষ্ঠীর বৃহৎ সমর্থন পেয়ে জনপ্রিয় হওয়া বিএনপি আলেম-ওলামার সমর্থন হারাবে।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ‘বন্ধের ষড়যন্ত্রের’ প্রতিবাদে মানববন্ধন
‘বাংলাদেশ একটি ধর্মপ্রিয় জাতির দেশ। এখানে আলেম-ওলামা ও তাদের মায়েদের অসম্মান করে কেউ রাজনীতিতে টিকে থাকতে পারবে না। এই সত্য সবার মনে রাখা উচিত’, যোগ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।
]]>