প্রয়াত অভিনেতা ভেঙ্কটের পরিবারের পাশে দাঁড়ালেন সোনু সুদ

১৯ ঘন্টা আগে
কিডনিজনিত রোগে ভুগে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ফিশ ভেঙ্কট মারা গেছেন গত শুক্রবার (১৮ জুলাই) রাতে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে।

সে সময় জানা গিয়েছিল, চিকিৎসার খরচ জোগাতে না পেরে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান এই অভিনেতা। জানা গিয়েছিল, কিডনি প্রতিস্থাপনের জন্য প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন ছিল। কিন্তু প্রয়োজনীয় অর্থ জোগাড় হওয়ার আগেই তার মৃত্যু হয়।


এদিকে অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বলিউড অভিনেতা সোনু সুদ সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি দ্রুত প্রয়াত অভিনেতার পরিবারের জন্য ১ লাখ ৫০ হাজার রুপি পাঠান এবং ফোনে ভেঙ্কটের স্ত্রী ও আত্মীয়দের সঙ্গে কথা বলে সমবেদনা জানান বলে জানিয়েছে বলিউড হাঙ্গামা।

 

আরও পড়ুন: কিডনিজনিত রোগে দক্ষিণী অভিনেতার মৃত্যু


সোনু সুদের টিমের বরাতে জানা যায়, শুরুতে সোনু ভেবেছিলেন যে ভেঙ্কট এখনও হাসপাতালে ভর্তি এবং সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে তিনি জানতে পারেন যে ভেঙ্কট ইতোমধ্যেই মারা গেছেন—এটি তার জন্য এক ধাক্কা ছিল।


সোনু সুদ ফোনে ভেঙ্কটের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের আশ্বস্ত করেন যে ভবিষ্যতেও তাদের যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন। ভেঙ্কটের স্ত্রী সোনুর এই সাহায্যে আবেগাপ্লুত হয়ে জানান, তার স্বামী সব সময় সোনু সুদের ভক্ত ছিলেন। তাই এই সহানুভূতি তাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।


ভেঙ্কট তার ক্যারিয়ারে ১৫০টির মতো সিনেমায় অভিনয় করেছেন।

 

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি হৃতিকের বাবা রাকেশ রোশন


ফিশ ভেঙ্কটের আসল নাম ভেঙ্কট রাজ। হায়দরাবাদে জন্ম নেয়া এই অভিনেতা ২০০০ সালের শুরুর দিকে তেলেগু সিনেমায় অভিনয় জীবন শুরু করেন। ‘খুশি’ সিনেমায় ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু হলেও তিনি ‘বান্নি’, ‘অধুরস’, ‘ধি’ এবং ‘মিরাপাকায়’-এর মতো জনপ্রিয় সিনেমায় দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন