গ্রেফতার লিয়াকত উল্লাহ লুসান গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং গোপালপুর শ্যামপুর স্টেশনপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, রোববার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোপালপুর ইউনিয়নের একটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষিকাকে গোপালপুর বটতলা এলাকায় লিয়াকত উল্লাহসহ ৭ থেকে ৮ জন মিলে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তাকে মারধর করা হয়। শিক্ষিকা চিৎকার করলে পদাগঞ্জ বাজারের পাশে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়া হয়।
পরে আহত অবস্থায় শিক্ষিকা বদরগঞ্জ থানায় গিয়ে অজ্ঞাত পাঁচজনসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পরদিন অসুস্থতার অজুহাতে লিয়াকত উল্লাহ উপজেলা হাসপাতালে ভর্তি হন। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: ঢাকায় সক্রিয় ডেভিল ব্রেথ দিয়ে শিশু অপহরণকারী দল, গ্রেফতার ৩
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফজার রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লিয়াকত উল্লাহকে গ্রেফতার করা হয়েছে।
বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, স্কুল শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করার পর তাকে অপহরণ করা হয়। মামলার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·