প্রেমিকার সঙ্গে কোথায় নতুন বছর উদ্‌যাপন করলেন নেইমার

১ সপ্তাহে আগে
বিদায় নিয়েছে ২০২৪ সাল। বছরের শেষ দিন অর্থাৎ 'থার্টি ফার্স্ট নাইট'-এ পুরো বিশ্ব আনন্দ উদযাপন করেছে। বাদ যায়নি খেলোয়াড়রাও। এদিকে ব্রাজিলিয়ান তারকা নেইমার 'থার্টি ফার্স্ট নাইট' উদযাপন করেছেন তার সন্তানসম্ভবা প্রেমিকাকে নিয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার বেশকিছু ছবি পোস্ট করেছেন। সংযুক্ত আরব আমিরাতে নতুন বছর পালন করেছেন নেইমার। সেখানে নেইমারের প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।


আমিরাতের কোথায় নেইমার ও তার প্রেমিকা নতুন বছর উদ্‌যাপন করেছেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি। তাদের সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানে জায়গার নাম দেয়া দুবাই।


আরও পড়ুন: সমর্থকদের নতুন বছরের উপহার দিলো রিয়াল মাদ্রিদ 
 



নেইমার যেখানে নতুন বছর উদযাপন করেছেন, সেখানে ছিলেন ইতালিয়ান তারকা মার্কো ভেরাত্তিও। এক সময় পিএসজিতে একসঙ্গে খেলেছেন ভেরাত্তি ও নেইমার। পরে কাতারের আল আরাবি এসসি'তে যোগ দেন ভেরাত্তি। আর নেইমার যোগ দেন সৌদি ক্লাব আল হিলালে।


আল হিলালে যোগ দেয়ার পর বলতে গেলে খেলতেই পারেননি নেইমার। ২০২৩ সালে যোগ দেয়ার পর মাত্র তিনটি ম্যাচ নেইমার খেলেছেন আল হিলালের হয়ে। ইনজুরির কারণে এখনও মাঠের বাইরে ব্রাজিলের এই তারকা।  

]]>
সম্পূর্ণ পড়ুন