শনিবার (২৯ মার্চ) নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রাম থেকে হাসানকে গ্রেফতার করা হয়েছে বলে জানান নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম।
গ্রেফতার হাসান উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকার মোহাম্মদ আলী তালুকদারের ছেলে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত দোকানিকে গণপিটুনি
মামলার বরাদ দিয়ে ওসি আব্দুস সালাম জানান, স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করছিলেন যুবক হাসান। বিষয়টি মেয়েটির পরিবার হাসানের অভিভাবকদের জানিয়ে ছিলো। এতে হাসান ক্ষিপ্ত হয়ে ওঠেন।
গত ২৫ মার্চ সকালে ওই কিশোরী ঘর থেকে বাইরে বের হলে হাসান তার মুখ চেপে ধারালো কাঁচির মুখে পাশের একটি বাগানে নিয়ে যান। সেখানে মেয়েটিকে ধর্ষণ করেন।
আরও পড়ুন: নেত্রকোনায় শিশু ধর্ষণের অভিযোগে দোকানদার গ্রেফতার
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শনিবার সকালে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপরই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।