প্রিমিয়ার লিগের হল অব ফেমে হ্যাজার্ড

৩ সপ্তাহ আগে
রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে এডেন হ্যাজার্ড অনেকগুলো ট্রফিই জিতেছেন। দুটি লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, সুপারকোপা, সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ; কিন্তু এগুলোতে হ্যাজার্ডের অবদান নেই-ই বলতে গেলে। ফিফা বিশ্বকাপে ফর্মের তুঙ্গে থেকে রিয়াল মাদ্রিদে দলবদল করা সাবেক এই বেলজিয়ান মিডফিল্ডার মাত্র ৩২ বছর বয়সেই অবসরে চলে যান।

চার মৌসুমের রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে ৭৬ ম্যাচে মাত্র ৭ গোল ও ১২ অ্যাসিস্ট করা হ্যাজার্ড দলবদল করেছিলেন চেলসি থেকে। চেলসিতে দারুণ সফলতা পেয়েছিলেন। ২০১২ সালে লিলে থেকে প্রিমিয়ার লিগে নাম লেখানোর পর চেলসিকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন তিনি। চেলসি এই সময়ে দুটি লিগ, একটি এফএ কাপ, একটি লিগ কাপ ও দুটি ইউরোপা লিগের শিরোপা জিতে।


চেলসি ক্যারিয়ারে হ্যাজার্ড ৩৫২ ম্যাচে করেছেন ১১০ গোল ও ৮৮ অ্যাসিস্ট। তাকে ইংলিশ প্রিমিয়ার লিগ হল অব ফেমে অন্তর্ভুক্ত করেছে। এই বছর হ্যাজার্ড ছাড়াও হল অব ফেমে স্থান পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিলে।


আরও পড়ুন: রিয়ালে গৃহবিবাদ, ভিনিদের কাছে শাবিকে মনে হচ্ছে গার্দিওলা


হল অব ফেমে যুক্ত হয়ে গর্বিত হ্যাজার্ড। ‘মজা হিসেবে ভাইদের সঙ্গে বাগানে ফুটবল খেলতে খেলতে বড় হয়েছি। কিন্তু স্বপ্ন সব সময় ছিল সর্বোচ্চ পর্যায়ে খেলা। হল অব ফেমে যুক্ত হওয়া অনেক কিছু। এই গ্রুপে যুক্ত হতে পেরে আমি খুবই গর্বিত...।’


২০২০ সালে আত্মপ্রকাশ করা হল অব ফেমে হ্যাজার্ড ও নেভিলে ছাড়াও আরও ২৪ ফুটবলার স্থান পেয়েছেন, কোচ হিসেবে পেয়েছেন দুজন। হ্যাজার্ড ও নেভিলে ছাড়া খেলোয়াড়রা হলেন- অ্যালান শিয়েরার, থিয়েরি অঁরি, এরিক ক্যান্টোনা, রয় কিন, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ডেনিস বার্গক্যাম্প, স্টিভেন জেরার্ড, ডেভিড বেকহাম, ওয়াইন রুনি, প্যাট্রিক ভিয়েরা, সার্জিও আগুয়েরো, দিদিয়ের দ্রগবা, ভিনসেন্ট কোম্পানি, পিটার স্মাইকেল, পল স্কোলস, ইয়ান রাইট, টনি অ্যাডামস, পিটার চেক, রিও ফার্দিনান্দ, অ্যাশলে কোল, অ্যান্ড্রু কোল ও জন টেরি। দুই কোচ হলেন আলেক্স ফার্গুসন ও আর্সেন ওয়েঙ্গার।

]]>
সম্পূর্ণ পড়ুন