প্যালেসের বিপক্ষে সিটির চতুর্থ গোলের সহায়ক ছিলেন এডারসন। তার পাওয়া বল থেকে গোল করেন ম্যাকাথে। আর তাতেই ইতিহাসের পাতায় নাম লেখান সিটির গোলরক্ষক। চলতি মৌসুমে এটি তার চতুর্থ অ্যাসিস্ট। ক্যারিয়ারে এটি ছিল তার ৭ম অ্যাসিস্ট।
২০১৭ সালে যোগ দেয়ার পর ইংলিশ লিগটিতে তার অ্যাসিস্ট সংখ্যা গিয়ে দাঁড়াল ৭-এ। চলতি মৌসুমে চতুর্থ অ্যাসিটের পাশাপাশি এডারসনের বাকি ৩ অ্যাসিস্ট হয়েছিল ২০১৮, ২০২১ ও ২০২২ সালে। শুধু তাই নয়, ইউরোপের শীর্ষ ৫ লিগেও এডারসনের চেয়ে বেশি অ্যাসিস্ট নেই আর কোনো গোলরক্ষকের।
আরও পড়ুন: ক্রিস্টাল প্যালেসের জালে ম্যানসিটির ৫ গোল
এদিকে রেকর্ড গড়ার দিন ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন এডারসন। ম্যাচের ৭১তম মিনিটে তাকে উঠিয়ে দলের দ্বিতীয় গোলরক্ষক ওর্তেগাকে মাঠে নামান পেপ।
প্যালেসের বিপক্ষে ম্যাচে সিটির আসল নায়ক ছিলেন কেভিন ডি ব্রুইনে। ম্যাচজুড়ে অসাধারণ খেলে সিটিকে বিপর্যয় থেকে বের করে এনেছেন তিনি। ম্যাচে এক গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তাও করেন এই বেলজিয়ান মিডফিল্ডার।