প্রি-পেইড মিটার প্রত্যাহারের দাবিতে নেসকোর সামনে বিক্ষোভ

২ দিন আগে
নাটোরে বেসরকারি বিদ্যুৎ সেবা প্রতিষ্ঠান নেসকোর প্রি-পেইড মিটার তুল নিয়ে পোস্ট পেইড মিটার স্থাপন, ডিমান্ড ও সার্ভিস চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ করেন ছাত্রজনতা।

সোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে শহরের পশ্চিম  আলাইপুর এলাকায় নেসকোর অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্রজনতা। টানা ১০ ঘণ্টা বিক্ষোভের পর জেলা প্রশাসকের আশ্বাসে নেসকো অফিসের সামনে থেকে সরে যান তারা।

 

নাটোর শহরের প্রধান সড়ক বন্ধ রেখে রাস্তায় আগুন জ্বেলে বিক্ষোভ অব্যাহত রাখেন তারা। ছাত্র জনতার টানা বিক্ষোভ অব্যাহত থাকা অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার তারিকুল ইসলাম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

 

আরও পড়ুন: ট্রলির চাকায় পিষ্ট হয়ে অন্তঃসত্ত্বা নারী নিহত

 

এ সময় জেলা প্রশাসক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি স্থানীয়ভাবে একটি কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।এরপর রাত ১০টায় অবরোধ প্রত্যাহার করে নেয় ছাত্র জনতা।

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর শাখার আহ্বায়ক আব্দুস সামাদ শিশির বলেন, স্থানীয় প্রশাসনের পাশাপাশি নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ৩জন করে এই কমিটিতে থাকবেন। কমিটির সদস্যরা মন্ত্রণালয়ে গিয়ে সমস্যার সমাধান চাইবে।

]]>
সম্পূর্ণ পড়ুন