শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, পশ্চিমা আধিপত্যবাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রাথমিকে নৈতিকতা ও মূল্যবোধ বিবর্জিত শিক্ষার প্রসার ঘটানো হচ্ছে।
জামায়াতের এ নেতা প্রত্যাশা করেন, প্রাথমিক শিক্ষাকে নৈতিকতাবিরোধী অবস্থান থেকে ফিরিয়ে আনতে বাংলাদেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ পদক্ষেপ নেবে।
আরও পড়ুন: শাপলা চত্বরের আন্দোলনে আসা সবার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি গোলাম পরওয়ারের
সেমিনারে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক বলেন, ভবিষ্যতে যারাই বাংলাদেশের ক্ষমতায় যাবে, তাদেরকে ইসলামপন্থিদের সঙ্গে নিয়েই দেশ পরিচালনা করতে হবে। প্রাথমিক শিক্ষায় ইসলামি মূল্যবোধ সমুন্নত রাখতে সামনে বৃহত্তর কর্মসূচিও আসতে পারে।
আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেন, বিগত দিনে যারা সরকার পরিচালনা করেছে, তারা ইসলামি মূল্যবোধ বিবর্জিত জাতি গঠনের প্রক্রিয়া চালিয়েছে।
আরও পড়ুন: ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করে নিয়োগ দেবো: সালাহউদ্দিন
সৈয়দ মো. রেজাউল করীম আরও বলেন, বিএনপি ঐকমত্য কমিশনে দেয়া নোট অব ডিসেন্ট প্রত্যাহার করলে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যকার ঐক্য দৃঢ় হবে।
]]>
৩ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·