প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত বাবুরহাটকে পাশ কাটিয়ে সড়ক চায় না নরসিংদীর ব্যবসায়ীরা

৩ সপ্তাহ আগে
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে নির্মিতব্য ৮ কিলোমিটারের বাইপাস সড়কের পরিকল্পনা বাতিলের দাবিতে গোলটেবিল বৈঠক করেছে মাধবদীর ব্যবসায়ীরা।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে মাধবদী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কনফারেন্সে রুমে হয় এই গোল টেবিল বৈঠকের আয়োজন করে আমরা মাধবদীবাসী নামে একটি সংগঠন।


এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সাসেক প্রকল্পের অধিনে চলমান কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত ২০০ কিলোমিটার সড়কের ৬ লেনের কাজ চলমান রয়েছে। তৎকালীন সরকারের সুবিধাবাদীদের মদদে নরসিংদীর ঐতিহ্য, প্রাচ্যের ম্যাচেস্টার খ্যাত শেখেরচর (বাবুরহাট) ও মাধবদীকে পাশ কাটিয়ে আট কিলোমিটার সড়কে বাইপাস নির্মাণ করা হচ্ছে। যার ফলে বিপুল পরিমাণ কৃষি জমি নষ্টের পাশাপাশি এই অঞ্চল ব্যপক ক্ষতির মুখে পড়বে।


আরও পড়ুন: নরসিংদী উপজেলা চেয়ারম্যানের কক্ষে ভাঙচুর, জরিমানা আদায়


আমরা মাধবদীবাসীর আহ্বায়ক ও বিএনপি নেতা আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় গোল টেবিল বৈঠকে ব্যবসায়ী নেতা ও নরসিংদী চেম্বার অব কমার্সের সদ্য সাবেক সভাপতি মোমেন মোল্লা, সাবেক সভাপতি মোশাররফ হোসেন, মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেনসহ মাধবদীর ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন