বুধবার (২৭ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
সাদিক কায়েম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের পক্ষপাতিত্ব করছে। প্রশাসনের সব সিদ্ধান্ত একটি ছাত্র সংগঠনের পক্ষে যাচ্ছে।’
ডাকসুর মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে চান জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষকদের বলবো, শিক্ষার্থীদের বিরুদ্ধে যাইয়েন না।’
কমিশন এমন পক্ষপাতমূলক আচরণ করতে থাকলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন সাদিক কায়েম।
আরও পড়ুন: নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত মশা মারতে কামান ব্যবহারের মতো: আব্দুল কাদের
এ সময় প্যানেলের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ বলেন, ‘প্রশাসনের অনুমতি নিয়ে ব্যানার ফেস্টুন লাগানো হয়েছিল। কিন্তু হঠাৎ করে নোটিশ দেয়ায় সরিয়ে ফেলতে হয়েছে।’
কমিশন একটি দলের কাছ থেকে আসা ওহি মেনে কাজ করছে অভিযোগ করে তিনি বলেন, ‘ব্যানার বিকৃতকারীরাদে ফুটেজ থাকলেও ব্যবস্থা নিচ্ছে না কমিশন। এমন আচরণ নির্বাচন বানচালের ষড়যন্ত্র।’
]]>