প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচার করতে হবে: নুর

১ সপ্তাহে আগে
এখনো ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে আছেন বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ওই দোসরদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর আল রাজী কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে নুর এসব কথা বলেন।

 

তিনি বলেন, 

শেখ হাসিনাসহ যারা গুম-খুনের রাজনীতি করেছেন, তাদের দেশে এনে বিচার করতে হবে৷ এখনো ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে আছেন। তাদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে।

 

আরও পড়ুন: ৪৩তম বিসিএসের গেজেটে বাদ পড়াদের নিয়ে যা বললেন রাশেদ খাঁন

 

নুর বলেন, ‘ছাত্ররা ঘোষণাপত্র দেয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু জুলাই ঘোষণাপত্র হতে হবে সরকারের পক্ষ থেকে, কোনো ছাত্র সংগঠন থেকে নয়। এ উদ্যোগ সরকার নেয়ায় আমরা কৃতজ্ঞ। অবাধ, সুষ্ঠু নির্বাচনই আমাদের মূল লক্ষ্য।’

 

সচিবালয়ে আগুন লাগার ঘটনা দেশের জন্য হুমকি উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘এ ঘটনায় তদন্ত হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। এসব চিত্র আমরা আর দেখতে চাই না।’ 

 

আরও পড়ুন: ১৫ বছর পর উন্মুক্ত ময়দানে সদস্য সম্মেলনে ছাত্রশিবির

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুর বলেন, ‘মুক্তিযুদ্ধকে আমরা অস্বীকার করতে পারবো না। ’৭১-কে আমরা অস্বীকার করতে পারবো না। মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা স্বাধীন হয়েছি। তাই মুক্তিযুদ্ধ পরবর্তী ’৭২- এর সংবিধানও আমরা অস্বীকার করতে পারবো না৷ তবে সংবিধানের কিছু ধারা সংস্কার করা প্রয়োজন।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন