বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনে জামায়াতের একটি প্রতিনিধি দল অংশ নেয়। পরে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
মোবারক হোসাইন বলেন, বাংলাদেশে একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। বিদেশিদের কাছে আমরা সেটা বোঝাতে সক্ষম হয়েছি। এই পরিবেশ বজায় থাকলে বাংলাদেশ টপ ২০টি দেশের মধ্যে একটিতে পরিণত হবে।
প্রযুক্তি খাতে ব্যবসা বাড়ানোর আগ্রহ জানিয়ে তিনি আরও বলেন, প্রযুক্তি নিয়ে কাজ করতে জামায়াতে ইসলামীর ব্যবসায়ীরা প্রস্তুত আছে। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গেও আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ১৮-২৪ মাসের মধ্যে বিনিয়োগ নিয়ে আসার রোডম্যাপ হচ্ছে: বিডা
জামায়াতের এ নেতার মতে, দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করতে পারলে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে।
]]>