সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সময় টিভির প্রতিনিধি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন। পরিচালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ। সভায় বাংলাদেশের জাতীয় গণমাধ্যমের কুয়েত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন বলেন, বিদেশের মাটিতে প্রবাসী সংবাদকর্মীরা প্রবাসীদের বিভিন্ন সমস্যাগুলোর প্রতিবেদন করার মাধ্যমে প্রবাসীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এর মধ্যদিয়ে তারা প্রবাসীদের নানা বাস্তবতা ও অধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা প্রবাসীদের সংগ্রাম, তাদের সঙ্গে মানবিক আচরণ এবং তাদের জন্য ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেন।
মঈন সুমন আরও বলেন, প্রবাসী সংবাদকর্মীদের আরও সক্রিয় হতে হবে। তাদের স্থানীয় আইন, আন্তর্জাতিক আইন ও অভিবাসী কর্মীদের অধিকার রক্ষায় বিভিন্ন আইনগত পদক্ষেপ সম্পর্কিত প্রতিবেদন তৈরি করতে হবে।
আরও পড়ুন: ভুয়া নথিপত্রে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে ৫১ বাংলাদেশি আটক
তার কথায়, প্রবাসী শ্রমিকেরা কিভাবে তাদের অধিকার রক্ষা করতে পারে এবং কোন কর্তৃপক্ষ তাদের সাহায্য করতে পারে, সাংবাদিকরা যদি তাদের প্রতিবেদনের মাধ্যমে যথাযথভাবে সামনে আনতে পারেন, সমস্যার সমাধানে তা বিশেষ সহায়ক হবে।
তিনি আরও বলেন, প্রবাসী সংবাদকর্মীরা একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রবাসীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারেন। তাদের নিরলস পরিশ্রম ও সততার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত প্রবাসী শ্রমিকদের যন্ত্রণা এবং দাবি তুলে ধরলে তা প্রবাসীদের অধিকার রক্ষায় বড় ধরনের ভূমিকা রাখবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত-এর সিনিয়র সহ-সভাপতি মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা, যুগ্ম সম্পাদক যমুনা টিভির মো: হেবজু, আন্তর্জাতিক সম্পাদক এসএ টিভির সেলিম হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক একাত্তর টিভির সাদেক রিপন।
আরও পড়ুন: মালয়েশিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশির
এছাড়া গাজী টিভির আলাল আহমেদ, এটিএন নিউজের আহাদ আম্বিয়া খোকন, ঢাকা পোস্ট-এর জনি, দৈনিক স্বাধীন দেশের কাউসার বিহন ও বাংলার বার্তার শাহ করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
]]>