প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

১ সপ্তাহে আগে
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শুরু হয়েছিল রাত ৮টা ৩৫ মিনিটে। দুই ঘণ্টাব্যাপী চলা বৈঠক শেষ হয় রাত ১০টা ৩৮ মিনিটে।

 

নির্বাচনী রোডম্যাপসহ বিভিন্ন বিষয় নিয়ে বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি।

 

তার আগের দিন অনুষ্ঠিত হলো দলের নীতিনির্ধারণী ফোরামের এই বৈঠক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন।  

 

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক বুধবার


বৈঠক সূত্রে জানা গেছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদসহ অন্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন