প্রথমার্ধেই ব্রাজিলের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে আর্জেন্টিনা

৩ সপ্তাহ আগে
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে প্রথমার্ধ শেষে ৩-১ গোলে এগিয়ে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় সকালে বুয়েনস আইরেসের মনুমেন্তালে ম্যাচে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে লিওনেল স্ক্যালোনর দল।


ম্যাচ শুরুর ১২ মিনিটের মধ্যেই ব্রাজিলের জালে দুই গোল দেয় আলবিসেলেস্তেরা। ম্যাচের চতুর্থ মিনিটে গোলের শুরুটা করেন হুলিয়ান আলভারেজ। ১২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ। 


আরও পড়ুন: বিশ্বকাপের দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কিত এন্দরিক 


ঘড়ির কাঁটায় ৩০ মিনিট পেরুবার আগেই অবশ্য এক গোল শোধ করে ব্রাজিল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব উলভসে দারুণ সময় কাটানো ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনহা স্কোরশিটে নাম লেখান। আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো বল পায়ে পজিশন হারান কুনহার প্রেসিংয়ের কাছে। সেখান থেকে ঠান্ডা মাথায় ফিনিশিং।


আর্জেন্টিনার ২ গোলের লিড ফিরে পেতে সময় লেগেছে মাত্র ১১ মিনিট। এবারে স্কোরশিটে ম্যাক অ্যালিস্টারের নাম। কর্নার থেকে ফেরত আসা বলে মাপা এক চিপ করেন এনজো ফার্নান্দেজ। ৬ গজের ছোট বক্সের সামনে তাতে আলতো পা ছুঁয়ে ব্যবধান ৩-১ করেন ম্যাক অ্যালিস্টার। 

]]>
সম্পূর্ণ পড়ুন