প্রথম ৯ মাসে সর্বাধিক রেমিট্যান্স এলো যে বিভাগে

১ সপ্তাহে আগে
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা, আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

এতে বলা হয়, গত জুলাই-মার্চ মাসে প্রবাসীরা দেশে ২ হাজার ১৭৮ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬১ কোটি ৮৬ লাখ ডলার।

 

আরও পড়ুন: মার্চে সর্বাধিক রেমিট্যান্স এলো যেসব দেশ থেকে

 

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। জুলাই-মার্চে চট্টগ্রামে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৬০৬ কেটি ২৭ লাখ মার্কিন ডলার। সিলেট বিভাগে ১৯৪ কোটি ১৩ লাখ ডলার, খুলনা বিভাগে ৯৮ কোটি ২৬ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৭৪ কোটি ৯৪ লাখ ডলার, বরিশাল বিভাগে ৬২ কোটি ৪৬ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৪৫ কোটি ১১ লাখ ডলার ও রংপুর বিভাগে ৩৫ কোটি ৪১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

 

দেশে নয় মাসে আসা রেমিট্যান্সের পরিমাণ
নং বিভাগ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জুলাই-মার্চ
০১ ঢাকা বিভাগ ৯৭ কোটি ৮৬ লাখ ১০৭ কোটি ২৭ লাখ ১১২ কোটি ৭৮ লাখ ১১৩ কোটি ৩৯ লাখ ১০৪ কোটি ২ লাখ ১৩০ কোটি ৫৮ লাখ ১১২ কোটি ৮৮ লাখ ১২২ কোটি ২৯ লাখ ১৬০ কোটি ৭৯ লাখ ১ হাজার ৬১ কোটি ৮৬ লাখ
০২ চট্টগ্রাম বিভাগ ৫২ কোটি ৭৪ লাখ ৬১ কোটি ৮ লাখ ৬৬ কোটি ৫৬ লাখ ৬৯ কোটি ৪ লাখ ৬০ কোটি ৩৯ লাখ ৭২ কোটি ১৬ লাখ ৫৬ কোটি ৫৩ লাখ ৭২ কোটি ৭৪ লাখ ৯৫ কোটি ৪ লাখ ৬০৬ কেটি ২৭ লাখ
০৩ সিলেট বিভাগ ১৮ কোটি ৬৭ লাখ ২০ কোটি ২৪ লাখ ২২ কোটি ১৯ লাখ ২১ কোটি ৭৮ লাখ ১৯ কোটি ৯৬ লাখ ২১ কোটি ৮২ লাখ ১৮ কোটি ৮৭ লাখ  ২০ কোটি ৭৪ লাখ ২৯ কোটি ৮৭ লাখ ১৯৪ কোটি ১৩ লাখ ডলার
০৪ খুলনা বিভাগ ৬ কোটি ৯৬ লাখ ১০ কোটি ৫১ লাখ ১২ কোটি ১৫ লাখ ১১ কোটি ৩৪ লাখ ১১ কোটি ৮৬ লাখ  ১২ কোটি ৪২ লাখ ৮ কোটি ৯৫ লাখ ১০ কোটি ৭৫ লাখ ১৩ কোটি ৩২ লাখ ৯৮ কোটি ২৬ লাখ
০৫ রাজশাহী বিভাগ ৫ কোটি ২০ লাখ ৮ কোটি ৭৮ লাখ ৯ কোটি ৫৮ লাখ ৮ কোটি ৫১ লাখ ৯ কোটি ৯ কোটি ৩৪ লাখ ৭ কোটি ৭ লাখ ৭ কোটি ৭৬ লাখ ৯ কোটি ৬৯ লাখ ৭৪ কোটি ৯৪ লাখ
০৬ বরিশাল বিভাগ ৪ কোটি ২৮ লাখ ৫ কোটি ৮২ লাখ ৭ কোটি ৩৮ লাখ ৬ কোটি ৮৩ লাখ ৬ কোটি ৭৬ লাখ ৭ কোটি ৫২ লাখ ৬ কোটি ১৫ লাখ ৮ কোটি ১৫ লাখ ৯ কোটি ৫৬ লাখ ৬২ কোটি ৪৬ লাখ
০৭ ময়মনসিংহ বিভাগ ৩ কোটি ২৭ লাখ ৪ কোটি ৮৫ লাখ ৫ কোটি ৩২ লাখ ৪ কোটি ৭৭ লাখ ৪ কোটি ৮০ লাখ ৫ কোটি ৭২ লাখ ৪ কোটি ৪৪ লাখ ৫ কোটি ৫০ লাখ  ৬ কোটি ৪৫ লাখ  ৪৫ কোটি ১১ লাখ
০৮ রংপুর বিভাগ ২ কোটি ৪০ লাখ ৩ কোটি ৮৬ লাখ ৪ কোটি ৪৫ লাখ ৩ কোটি ৮৬ লাখ ৩ কোটি ২০ লাখ ৪ কোটি ৩৩ লাখ ৩ কোটি ৬৪ লাখ ৪ কোটি ৮৩ লাখ ৪ কোটি ৮৪ লাখ ৩৫ কোটি ৪১ লাখ

 

এদিকে গত মার্চ মাসে দেশে এসেছে ৩২৯ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ২০৬ কোটি টাকা।

 

মার্চে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৬০ কোটি ৭৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৯৫ কোটি ৪ লাখ ডলার, সিলেট বিভাগে ২৯ কোটি ৮৭ লাখ ডলার, খুলনা বিভাগে ১৩ কোটি ৩২ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৯ কোটি ৬৯ লাখ ডলার, বরিশাল বিভাগে ৯ কোটি ৫৬ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৬ কোটি ৪৫ লাখ ডলার ও রংপুর বিভাগে ৪ কোটি ৮৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

 

এর আগে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স (প্রায় ২৬৪ কোটি ডলার) এসেছিল গত ডিসেম্বরে। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল গত ফেব্রুয়ারিতে (প্রায় ২৫৩ কোটি ডলার)।

 

আরও পড়ুন: ২০২৪-২৫ অর্থবছর / ৯ মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৭০ কোটি ডলার

 

সংশ্লিষ্টরা বলছেন, গত মাসে ঈদুল ফিতর উপলক্ষে দেশে আত্মীয়-স্বজনদের কাছে বিপুল পরিমাণে অর্থ পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে বেড়েছে দেশের রেমিট্যান্স প্রবাহ।

 

গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার।

 

আর সদ্য বিদায়ী ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ও ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

]]>
সম্পূর্ণ পড়ুন