রোববার (২৩ নভেম্বর) কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাট করছে পাকিস্তান শাহিনস। ম্যাচের প্রথম বলেই উইকেট হারানো পাকিস্তান ২ ওভারে ১০ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে।
সেমিফাইনালে ভারতের বিপক্ষে সুপার ওভারে জয়ের নায়ক রিপন মণ্ডলের করা ফাইনালের ওভারের প্রথম বলেই উইকেট পেয়েছে বাংলাদেশ। আব্দুল গাফফার সাকলাইনের দারুণ ফিল্ডিংয়ে রানআউট হয়েছেন ইয়াসির খান।
দ্বিতীয় ওভারে ফের উইকেট হারায় পাকিস্তান। এবার মেহরবের ওভারের প্রথম বলে। এই স্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন মোহাম্মদ ফাইক। পাকিস্তানের সংগ্রহ তখন ২ রান।
আরও পড়ুন: ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
২ রানে ২ উইকেট হারানো পাকিস্তানের বড় ভরসা মাজ সাদাকাত অবশ্য ক্রিজেই আছেন। ২ বাউন্ডারিতে ১৩ বলে ১৫ রানে অপরাজিত আছেন তিনি।
পঞ্চম ওভারে বল করতে এসে প্রথম বলেই উইকেট পেয়েছেন রাকিবুল হাসানও। ৯ বলে ৯ রান করা গাজী ঘোরিকে বোল্ড করেছেন এই স্পিনার। ২৫ রান করতেই ৩ উইকেট নেই পাকিস্তানের।

৩ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·