প্রথম সেশনে তাইজুলের জোড়া আঘাত, ২৬৫ রানে পিছিয়ে আয়ারল্যান্ড

১৪ ঘন্টা আগে
ঢাকায় আজ বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় দিনের খেলার শুরুতে আঘাত হানে ভূমিকম্প। সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া ভূমিকম্পের কারণে খেলা ৩ মিনিট বন্ধ থাকে। এরপর অবশ্য ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। যদিও ২ উইকেট হারালেও সেশনটা ভালোই কাটিয়েছে আইরিশরা।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ২১১ রান। বাংলাদেশ থেকে এখনও ২৬৫ রানে পিছিয়ে আছে তারা। ৫৬ রানে অপরাজিত থেকে লাঞ্চে গেছেন টাকার, ২৪ রানে অপরাজিত নিল।


দ্বিতীয় দিনের দুই ব্যাটার টাকার ও ডোহেনি দিনের শুরুটা ভালোই করেন। এই দুইজনের জুটি থেকে আসে ৮১ রান। স্টিফেন ডোহেনি ৭৭ বলে ৪৬ রান করে তাইজুলের বলে বোল্ড হন। সেই একই ওভারে শূন্য রানে ফিরে যান অ্যান্ডি ম্যাকব্রাইন।


আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠলো মিরপুর, খেলা বন্ধ 


এরপর মনে হচ্ছিল খুব দ্রুত বাকি উইকেটগুলোও হারিয়ে ফেলবে আইরিশরা। তবে টাকার ও জর্ডান নিল জুটি বাধেন এবং লাঞ্চের আগে আর অঘটন ঘটতে দেননি তারা। মাঝে টাকার ফিফটি তুলে নেন।  


লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত টাকার ও নিল ৩৬ রানের জুটি গড়েছেন। তৃতীয় দিনের প্রথম সেশনে আয়ারল্যান্ড ১১৩ রান তোলে। তাইজুল ৩ উইকেট এবং হাসান মুরাদ পেয়েছেন ২ উইকেট। 

]]>
সম্পূর্ণ পড়ুন