প্রথম বিবাহবার্ষিকীতে রানাকে যা বললেন মৌসুমী

৩ সপ্তাহ আগে
দেখতে দেখতে বিয়ের এক বছর পার করলেন বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দেন এ লাক্স তারকা।

২০২৪ সালে ১২ জানুয়ারি মৌসুমী ভালোবেসে বিয়ে করেন আবু সাঈদ রানাকে। আজ তার এক বছর পূর্ণ হলো। প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে শনিবার (১১ জানুয়ারি) রাত ১২টার পর স্বামী রানাকে উদ্দেশ করে একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী।

 

 

ইংরেজিতে দেয়া সে স্ট্যাটসের বাংলা অর্থ দাঁড়ায় অনেকটা এরকম....

 

আমাদের এক বছর। এক বছর আগে, যাই হোক না কেন, আমরা একে অপরের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন আমরা শক্তিশালী, অভিজ্ঞ এবং আরও বেশি ভালবাসায় পরিপূর্ণ।

 

তুমি আমার স্বপ্নদ্রষ্টা, আমার গল্পকার, আমার শৈশব, সুন্দর আত্মা, যার ভালোবাসা আমার হৃদয়কে গলিয়ে দেয়।

 

তুমি যেভাবে হাসো আমি তার প্রেমে পড়েছি। এত খাঁটি, এত বিশুদ্ধততা যে আমি প্রতিদিন তোমার প্রেমে পড়ি। তুমি আমাকে পাহাড়, বন এবং জীবনের ছোট অ্যাডভেঞ্চারের জাদু দেখিয়েছো। এমনকি কঠিনতম মুহুর্তে তুমি আমার নিরাপদ স্থান, ঝড়ের মধ্যে আমার প্রশান্তি।

 

আরও পড়ুন: ‘ইত্যাদি’-র শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন রবি চৌধুরী

 

শুভ বার্ষিকী, আমার ভালোবাসা। এখানে সারাজীবনের প্রেম, হাসি, এবং একসাথে প্রতিটি পর্বতে আরোহণের সঙ্গী। ভালোবাসা সব সময়ই তোমার। ৩০ এর নিচে সাঈদ, আমি তোমায় ভালোবাসি।

 

আরও পড়ুন: কে এই আবু সাইদ রানা, বললেন মৌসুমী হামিদ!

 

ভালোবাসাময় এমন পোস্টে মন্তব্যের ঘরে এর প্রতিউত্তর দেন সাঈদ। লেখেন, আমার ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি! আমি যেমন ঠিক তেমনি আমাকে গ্রহণ করার জন্য এবং আমার পাগলামি সহ্য করার জন্য তোমায় ধন্যবাদ! তুমি আমার অনুপ্রেরণা যেখান থেকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমি শক্তি পাই! আমি তোমায় অনেক ভালোবাসি!

]]>
সম্পূর্ণ পড়ুন