প্রথম জয়ের খোঁজে সিলেটকে বড় লক্ষ্য দিল ঢাকা

৩ সপ্তাহ আগে
এবারের বিপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে একটিতেও জেতেনি ঢাকা ক্যাপিটালস। ষষ্ঠ ম্যাচে সেই গেরো ভাঙতে সিলেট স্ট্রাইকার্সকে বড় লক্ষ্য দিয়েছে দলটি। শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভার শেষে সিলেটকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই তানজিদ তামিমের উইকেট হারায় ঢাকা। রাকিম কর্নওয়ালের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন এই ওপেনার। তবে শুরুর ধাক্কা সামলে নেয় ঢাকা। দীর্ঘদিন ধরে অফফর্মে থাকা লিটন দাস দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। তাকে সঙ্গ দেন মুনিম শাহরিয়ার। পাওয়ারপ্লে থেকে ৫৬ রান তোলে ঢাকা।   

 

পাওয়ারপ্লের পরেও রানের ধারা অব্যহত রাখেন লিটন-মুনিম। দুজনেই তুলে নেন নিজেদের ফিফটি। ২৯ বলে ১ ছক্কা ও ৬ চারে ফিফটি পূর্ণ করেন লিটন। মুনিমের ফিফটি আসে ৪৬ বলে। ১২ ওভারে তিন অঙ্কে পৌঁছায় ঢাকা।

 

দলকে শক্ত ভিত গড়ে দিয়ে ১৬তম ওভারে কর্নওয়ালের বলে আউট হন লিটন। ৪৩ বলে ৭৩ রান আসে তার ব্যাট থেকে। মুনিম আউট হন ৪৭ বলে ৫২ রান করে।

 

আরও পড়ুন: চায়ের দোকানে হচ্ছে বিপিএলের টিকিট সিন্ডিকেট ও ছিনতাই চক্রের নিয়ন্ত্রণ!

 

শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন সাব্বির রহমান এবং থিসারা পেরেরা। ১০ বলে ২৩ রান করেন সাব্বির। থিসারার ব্যাট থেকে আসে ৯ বলে ১৮ রান।  

 

সিলেটের হয়ে বল হাতে ৩ উইকেট নিয়েছেন রাকিম কর্নওয়াল। ৪ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।  রিস টপলি এবং তানজিম সাকিব নিয়েছেন একটি করে উইকেট।   
 

]]>
সম্পূর্ণ পড়ুন