শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উলিপুর পৌর শহরের থানা রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে কিল-ঘুষি মারলে আশরাফুল মাটিতে পরে গিয়ে অসুস্থ হয়ে পরে। পরে তার সাথে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নোয়াখালীতে যুবদল কর্মীকে জবাই ও গুলি করে হত্যা
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, আমাদের অফিসারদের মাধ্যমে জানতে পেরেছি ধাক্কা-ধাক্কির ঘটনায় একজন মাটিতে পরে গিয়ে মারা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
]]>