প্রতারক থেকে সতর্ক থাকতে কোস্টগার্ডের মাইকিং

৩ সপ্তাহ আগে
বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের কাছ থেকে অনৈতিক সুবিধা পাইয়ে দেয়ার আশ্বাসে কারো সঙ্গে অর্থনৈতিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কোস্টগার্ড।

রোববার (২২ জুন) বিকেলে পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয়দের অধিবাসীদের এ বিষয়ে সচেতন করতে মাইকিং করেছে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা।


কোস্টগার্ড জানায়, কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা পাইয়ে দেয়ার আশ্বাসে একটি চক্র অতি গোপনে স্থানীয়দের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এতে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। কোস্টগার্ড কখনোই কোনো সাধারণ নাগরিকের কাছ থেকে টাকা গ্রহণ করে না। কোস্টগার্ডের নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে তা একটি গুরুতর প্রতারণামূলক অপরাধ হিসেবে বিবেচিত হবে। স্থানীয় কোন ব্যক্তি যদি এ ধরনের ঘটনার সম্মুখীন হন বা এমন চক্রের সন্ধান পান, তাহলে দ্রুত ১৬১১১ নম্বরে ফোন করে অথবা সরাসরি পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।


আরও পড়ুন: পাথরঘাটায় কোস্টগার্ডের স্থাপনায় হামলা ও ভাঙচুর


স্থানীয়রা জানান, পাথরঘাটায় কোস্টগার্ডের সোর্স পরিচয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে মাছ ধরার ট্রলার, নদীপথে মালবাহী নৌযান এবং উপকূলবর্তী এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছে অভিযোগ আছে। মূলত এমন অভিযোগের বিষয়ে কোস্টগার্ডের অবস্থান স্পষ্ট করতে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সতর্ক করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, কোস্টগার্ডের পক্ষ থেকে এলাকায় সতর্কতা মূলক প্রচারণা চালানো হয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন